Mortoza Polash

Bangladeshi Musical Artist

Valobeshe Koreci Vul

Valobeshe Koreci Vul | Baul Sukumar | Mortoza Polash Director

Lyrics : আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে একমন যার সেই যেতে পারে। ও ভাই সেই যেতে পারে। আবার দুই মন হলে পড়বি ফাঁদে খ্যাপারে- আবার দুই মন হলে পড়বি ফাঁদে ওরে পারবি না পাড়ে যেতে। একমন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে একমন যার সেই যেতে পারে। ও ভাই সেই যেতে পারে। চার দশে চল্লিশের মন রতি মাসা কম হইলে খ্যাপারে নেয়না মহাজন। বলি আরেক হাকিম বসে আছে ব্রজের রাধা রানী পার করে। একমন যার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে একমন যার সেই যেতে পারে। ও ভাই সেই যেতে পারে। আর কাঠুরিয়া মানিক চেনে না চিনির বলদ বয় যে চিনি স্বাদ তো পেলো না। যেমন স্বর্নকারে সোনা চিনে আবার নেয় সেথায় পরখ করে একমন যার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে একমন যার সেই যেতে পারে। ও ভাই সেই যেতে পারে। যে জন চ্যাপ্টা গুড়ের ভিয়েন জানেনা ওলা রস বাঁধবী কী করে? আবার ভবা পাগলার রসের তত্ত্ব জীবে জানবে কী করে? একমন যার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে গৌর চাঁদের দরবারে একমন যার সেই যেতে পারে। ও ভাই সেই যেতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *